স্বাভাবিকভাবেই, মুক্ত গদ্য গতানুগতিক গল্গ/গদ্যের চেয়ে কিঞ্চিত ব্যতিক্রমী ঘরানার। এখানে লেখক শব্দের ফুলঝুরি তে গল্পের সুর তোলে। পাঠক যদি সেই সুরের গভীরে ডুব দিয়ে খুঁজে পাই জীবনের ছন্দ, পাঠক চিত্তে তা যদি হয়ে ওঠে হৃদয়গ্রাহী। তবেই পাঠক লেখকের দেখানো পথে সাহিত্যরস আস্বাদনে পূর্ণমাত্রায় সমর্থ হবে। অন্যথায়, মনে হতে পারে এ যেন ছিন্নমূল চিত্রকরের এলোমেলো রংতুলির আঁচড়ে আঁকা আঁকিবুঁকি মাত্র। আমি এইচএসসি পর্যন্ত বিজ্ঞানের ছাত্র থাকায়, ছাত্রজীবনের বৃহদাংশ কেটে যায় গাণিতিক যুক্তি আর রাসায়নিক বিকারে।
তথাপি, অদ্ভুতভাবেই আমি সাহিত্যের সম্মোহনী শক্তির বাহুডোরে আবদ্ধ হয়ে যাই স্কুলের চৌকাঠ পেরোতেই। শুরু হয় ভিন্ন এক পথ চলা। নিজের অনূভুতি, পর্যবেক্ষণ, দর্শনকে মুক্তগদ্যের প্রচ্ছদে পেরেকঠোকাতে মেহনত শুরু করি। সেই ধারাবাহিকতার একটি ক্ষুদ্র প্রয়াস ‘হায়াতের এপিঠ ওপিঠ’। এটি আমার লেখা প্রথম বই। তাই আমার প্রকাশিত-অপ্রকাশিত সব মুক্তগদ্যের মধ্যে থেকে বাছাইকৃত চিত্তাকর্ষক মুক্তগদ্য এখানে পুঞ্জীভূত করেছি।
‘হায়াতের এপিঠ ওপিঠ’ এর প্রতিটি বাক্যের ভাঁজে-ভাঁজে গভীর জীবনানুভুতির শব্দ জাল বুনেছি যথেচ্ছা। পাঠক কখনো-কখনো চিলের ডানায় ভর করে পৃথিবীর গাঢ় সবুজে নিজেকে হারিয়ে খুঁজবে, কখনোবা জীবনের অমসৃণ পথে তীব্র সরব কাঁটায় বিদ্ধ হবে। মুক্তগদ্যের নির্মল জগতে নিজেকে পড়ুন সৃজনশীল মননে।
-ইয়াসিন আরাফাত
Reviews
There are no reviews yet.