শিল্পের মানচিত্রে ছোটগল্প বিস্ময়কর ঝিনুক। ঝিনুকের ধারনায় বিশাল সমুদ্রের সুখ-দুঃখ, আশা-নিরাশা, বিরহ-অনুরাগ, রিংরিসা-ঘৃণায় পূর্ণ থাকে ছোটগল্পে। সেই ছোটগল্পের পথের পথিক সৈয়দ মনজুর কবির। অনেক বছর ধরে তিনি লিখছেন ছড়া কবিতা, ছোটদের জন্য গল্প। ‘দ্যা সিক্রেট রেসিপি সৈয়দ মনজুর কবিরের প্রথম বড়দের ‘দ্যা সিক্রেট রেসিপি বইয়ে সাতটি গল্প জায়গা পেয়েছে। সাতটি গল্প স্বাভাবিকভাবেই সাত রকমের কিন্তু আখ্যান? গল্পের আখ্যানে গল্পকার সৈয়দ মনজুর কবির পাঠকদের অচলায়তন ভেঙ্গে নতুন এক পরিকাঠামোর জগতে নিয়ে গেছেন সচেতন দক্ষতার সঙ্গে। প্রচলিত ধারার বাইরে নতুন পরিকাঠামো নির্মানই প্রমাণ করে, গল্পকার হিসেবে তিনি কতোটা অগ্রসর আর নিবিড় মনস্ক।
সৈয়দ মনজুর কবিরের ‘দ্যা সিক্রেট রেসিপি’ গল্পগ্রন্থে, সাতটি গল্প যথাক্রমে দ্যা সিক্রেট রেসিপি, অসুখ, ঈশান তো এমনই, ক্যানভাসে বাঁশঝাড়, স্বপ্নে গড়া অবয়ব, মৃত্যু ডায়েরী এবং অন্তরে নোনা জল। প্রতিটি গল্প পাঠকের কাছে ভিন্ন ভিন্ন সর্বনাশ আর অভিন্ন অসুখের বার্তা জানায় প্রয়োগের গভীর ইন্দ্রজালে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক চিরকালের অনিশ্চিত ধাঁধার আসর। ‘দ্যা সিক্রেট রেসিপি গল্পের নাম গল্পের শেষ মুহূর্তে আবিষ্কার করি, রেসিপির সঙ্গে মানুষের মনও কতো বিচিত্র সুন্দর! ‘মৃত্যু ডায়রী’ পল্পে একটা অপূর্ব সুন্দরী মেয়ে কিভাবে মৃত্যু উপত্যাকার রাক্ষসী হয়ে ওঠে, তার লোমহর্ষক আখ্যান। মুক্তিযুদ্ধের শৌর্যে প্রিয় বাংলাদেশ এখনও রক্তাক্ত ক্ষতবিক্ষত, স্মৃতিকাতরায় প্রদীপ্ত। ১৯৭১ সালে দখলদার পাকিস্তানী হায়েনা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মুক্তিযোদ্ধারা কতো অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছিলেন, তা গুণে কোনদিন শেষ করা যাবে না। সেই সব ঘটনার শীর্ষবিন্দু থেকে একটা তিলকনিয়ার্স তুলে ধরেছেন সৈয়দ মনজুর কবির ‘অন্তরে নোনা জল গল্পের আখ্যানে। প্রেম চিরকালের সবুজ অভিব্যক্তির অব্যক্তজলের ধারা। “ঈশান তো এমনই গল্পে প্রেমের যাদুকাঠি জ্বালিয়েছেন গল্পকার পরম নিষ্ঠার সঙ্গে। অনেক পথ পাড়ি দিয়ে মনের গভীরে লুকিয়ে রাখা প্রিয় মানুষটি পাশে বসে যখন প্রিয় সঙ্গীতের রিংটোনে বুঝতে পারে, এই মানুষটিই আমার…. প্রেম কেমন উথলে ওঠে নাকি উছলে চলে… গল্প পড়েই বুঝে নেবেন। সৈয়দ মনজুর কবিরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দ্যা সিক্রেট রেসিপি” প্রমাণ করছে, ভবিষ্যতে আরও বিচিত্র প্রতিরঙের গল্প আমরা পাবো। অযুত সাফল্য কামনা করছি ‘দ্যা সিক্রেট রেসিপি’র।
সৈয়দ মনজুর কবিরের ‘দ্যা সিক্রেট রেসিপি’ গল্পগ্রন্থে, সাতটি গল্প যথাক্রমে দ্যা সিক্রেট রেসিপি, অসুখ, ঈশান তো এমনই, ক্যানভাসে বাঁশঝাড়, স্বপ্নে গড়া অবয়ব, মৃত্যু ডায়েরী এবং অন্তরে নোনা জল। প্রতিটি গল্প পাঠকের কাছে ভিন্ন ভিন্ন সর্বনাশ আর অভিন্ন অসুখের বার্তা জানায় প্রয়োগের গভীর ইন্দ্রজালে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক চিরকালের অনিশ্চিত ধাঁধার আসর। ‘দ্যা সিক্রেট রেসিপি গল্পের নাম গল্পের শেষ মুহূর্তে আবিষ্কার করি, রেসিপির সঙ্গে মানুষের মনও কতো বিচিত্র সুন্দর! ‘মৃত্যু ডায়রী’ পল্পে একটা অপূর্ব সুন্দরী মেয়ে কিভাবে মৃত্যু উপত্যাকার রাক্ষসী হয়ে ওঠে, তার লোমহর্ষক আখ্যান। মুক্তিযুদ্ধের শৌর্যে প্রিয় বাংলাদেশ এখনও রক্তাক্ত ক্ষতবিক্ষত, স্মৃতিকাতরায় প্রদীপ্ত। ১৯৭১ সালে দখলদার পাকিস্তানী হায়েনা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মুক্তিযোদ্ধারা কতো অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছিলেন, তা গুণে কোনদিন শেষ করা যাবে না। সেই সব ঘটনার শীর্ষবিন্দু থেকে একটা তিলকনিয়ার্স তুলে ধরেছেন সৈয়দ মনজুর কবির ‘অন্তরে নোনা জল গল্পের আখ্যানে। প্রেম চিরকালের সবুজ অভিব্যক্তির অব্যক্তজলের ধারা। “ঈশান তো এমনই গল্পে প্রেমের যাদুকাঠি জ্বালিয়েছেন গল্পকার পরম নিষ্ঠার সঙ্গে। অনেক পথ পাড়ি দিয়ে মনের গভীরে লুকিয়ে রাখা প্রিয় মানুষটি পাশে বসে যখন প্রিয় সঙ্গীতের রিংটোনে বুঝতে পারে, এই মানুষটিই আমার…. প্রেম কেমন উথলে ওঠে নাকি উছলে চলে… গল্প পড়েই বুঝে নেবেন। সৈয়দ মনজুর কবিরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দ্যা সিক্রেট রেসিপি” প্রমাণ করছে, ভবিষ্যতে আরও বিচিত্র প্রতিরঙের গল্প আমরা পাবো। অযুত সাফল্য কামনা করছি ‘দ্যা সিক্রেট রেসিপি’র।
Reviews
There are no reviews yet.