“আগুনের ডানা” বইটির সম্পর্কে কিছু কথা:
উইংগস অফ ফায়ার’ অবলম্বনে এ লেখা যখন শুরু করি তখন এটিকে বই আকারে প্রকাশ করার কোনাে চিন্তাভাবনা একেবারেই ছিল না। মূল বইটি আমার হাতে আসে ভারতে, রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে। প্রথম আলােয় ধারাবাহিকভাবে লেখাটির প্রকাশ শুরু হয়। ওই নির্বাচনের দিন থেকে। ফলে কোনাে রকম পূর্বপ্রস্তুতি ছাড়াই লেখা শুরু করতে হয়। তবে, শুরু করার আগে মােটামুটিভাবে নির্ধারণ করে নিতে হয় ১০ থেকে ১২ কিস্তির মধ্যে লেখা সীমাবদ্ধ রাখতে হবে। প্রসঙ্গত বলে রাখা প্রয়ােজন, এ লেখাটিকে মূল বইয়ের পুরােপুরি বঙ্গানুবাদ বললে ভুল হবে। বরং এটিকে মূল বইয়ের সংক্ষিপ্ত ভাষান্তর বলা যেতে পারে। পুরাে বইটিকে সংক্ষেপে ১২ পর্বে ভাগ করে নিয়ে প্রতি পর্বের একটি করে শিরােনাম দেওয়া হয়েছে যা মূল বইয়ে এভাবে ছিল না। তবে পুরাে বইয়ের ভাষান্তর না হলেও পাঠক এ থেকে আবদুল কালামের জীবনের মূল ঘটনাপ্রবাহ জানা থেকে বঞ্চিত হবেন না বলেই মনে করি। লিখতে গিয়ে সব সময় চেষ্টা’করেছি অনুবাদের ভাষা যাতে জটিল না হয় এবং সংক্ষিপ্ত করতে গিয়ে লেখার ধারাবাহিকতা ক্ষুন্ন না হয়। এ ক্ষেত্রে কতটা সফল বা ব্যর্থ হয়েছি তা মূল্যায়নের ভার পাঠকদের ওপরই ছেড়ে দিলাম।
উইংগস অফ ফায়ার’ অবলম্বনে এ লেখা যখন শুরু করি তখন এটিকে বই আকারে প্রকাশ করার কোনাে চিন্তাভাবনা একেবারেই ছিল না। মূল বইটি আমার হাতে আসে ভারতে, রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে। প্রথম আলােয় ধারাবাহিকভাবে লেখাটির প্রকাশ শুরু হয়। ওই নির্বাচনের দিন থেকে। ফলে কোনাে রকম পূর্বপ্রস্তুতি ছাড়াই লেখা শুরু করতে হয়। তবে, শুরু করার আগে মােটামুটিভাবে নির্ধারণ করে নিতে হয় ১০ থেকে ১২ কিস্তির মধ্যে লেখা সীমাবদ্ধ রাখতে হবে। প্রসঙ্গত বলে রাখা প্রয়ােজন, এ লেখাটিকে মূল বইয়ের পুরােপুরি বঙ্গানুবাদ বললে ভুল হবে। বরং এটিকে মূল বইয়ের সংক্ষিপ্ত ভাষান্তর বলা যেতে পারে। পুরাে বইটিকে সংক্ষেপে ১২ পর্বে ভাগ করে নিয়ে প্রতি পর্বের একটি করে শিরােনাম দেওয়া হয়েছে যা মূল বইয়ে এভাবে ছিল না। তবে পুরাে বইয়ের ভাষান্তর না হলেও পাঠক এ থেকে আবদুল কালামের জীবনের মূল ঘটনাপ্রবাহ জানা থেকে বঞ্চিত হবেন না বলেই মনে করি। লিখতে গিয়ে সব সময় চেষ্টা’করেছি অনুবাদের ভাষা যাতে জটিল না হয় এবং সংক্ষিপ্ত করতে গিয়ে লেখার ধারাবাহিকতা ক্ষুন্ন না হয়। এ ক্ষেত্রে কতটা সফল বা ব্যর্থ হয়েছি তা মূল্যায়নের ভার পাঠকদের ওপরই ছেড়ে দিলাম।
Reviews
There are no reviews yet.